
ঠাকুরগাঁও জেলা শহরের মন্দিরপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক এক কিশোরকে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করলে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়ায় তোঁতা মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পিও ইসলামকে (১৮) ১২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
তবে আটকের কিছুক্ষণ পরেই স্থানীয় আরিফ (২৫), রাজা (২৪), বিজয় (২১) এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পুলিশের উপস্থিতিতে পিও ইসলামকে ছিনিয়ে পালিয়ে যায়। এ সময় সে হাতকড়া পরিহিত অবস্থায় ছিল।
অভিযানের সময় একই বাড়িতে মাদকসেবনরত অবস্থায় মো. ইমরান আলীকে (২৪) হাতেনাতে আটক করা হয়। পরে বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খাইরুল ইসলামকে জানানো হয়।
পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমরানকে ১০০ টাকা জরিমানাসহ ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ বলেন, সরকারি কাজে বাধা প্রদান এবং আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুর রহমান বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর