
রাজবাড়ীর বালিয়াকান্দিতে টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন এক নববধূ।
শুধু তাই নয়, যাওয়ার সময় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গোয়ালপাড়া গ্রামে। ভুক্তভোগী স্বামী মালয়েশিয়া প্রবাসী মো. শাহ আলম হোসেন।
শাহ আলমের ভাই মো. মনির হোসেন জানান, বিয়ের পর স্ত্রী রিয়া মনিকে (১৯) বাড়িতে রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান শাহ আলম। কিছুদিন আগে স্ত্রী বাড়ি নির্মাণের কথা বলে তার কাছ থেকে ৫ লাখ টাকা নেন।
কিন্তু এরই মধ্যে টিকটকের মাধ্যমে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিহালী গ্রামের টিকটকার ফারুকের সঙ্গে পরিচয় হয় রিয়ার। পরিচয় থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। নিয়মিত মেসেঞ্জারে তাদের যোগাযোগ চলতে থাকে।
গত ৯ ফেব্রুয়ারি সকালে রিয়া মনি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও আর ফেরেননি। পরে খোঁজ নিতে গিয়ে স্বামীর পরিবার জানতে পারে, তিনি বাবার বাড়িতেও যাননি।
এ ঘটনায় গত ১১ ফেব্রুয়ারি প্রবাসীর ভাই মনির হোসেন বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, ঘর থেকে ৫ লাখ টাকা ও ৩.৫ লাখ টাকার স্বর্ণালংকারও নিয়ে গেছেন রিয়া মনি।
বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বলেন, নববধূকে উদ্ধারে একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত ও অনুসন্ধান চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর