
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পরিবহন শাখা থেকে একটি মাইক্রোবাস ও চারটি টায়ার চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে দুইজন ব্যক্তি, যাদের একজন বোরকা পরিহিত, দেয়াল টপকে পরিবহন শাখায় প্রবেশ করে।
তারা টায়ার সংরক্ষণের কক্ষের তালা কেটে চারটি টায়ার বের করে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের মাইক্রোবাসে (ময়মনসিংহ-চ-৫১০০১৫) তুলে। পরে প্রধান গেটের তালা ভেঙে মাইক্রোবাসসহ পালিয়ে যায়।
অধ্যাপক আজিজ জানান, পুরো ঘটনাকালীন সময়ে পরিবহন শাখার গার্ড ঘুমাচ্ছিল। চারটি টায়ারের মধ্যে বড় গাড়ির টায়ার দুইটি এবং ছোট গাড়ির টায়ার দুইটি। বড় গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ৭৫ হাজার টাকা এবং ছোট গাড়ির টায়ারগুলোর দাম প্রায় ২৫ হাজার টাকা। তবে মাইক্রোবাসটি ২০-২৫ বছরের পুরোনো। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পুলিশ ও ডিবির কাছে হস্তান্তর করা হয় এবং এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম জানান, চুরির ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, নিরাপত্তাকর্মীদের অবহেলা প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম জানান, এটি বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুতর ঘটনা। পুলিশ চোর শনাক্ত করার চেষ্টা করছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর