
রাজবাড়ীর বালিয়াকান্দি নারুয়ার বিলটাকা পোড়া কবরস্থান। যেখানে সমাহিত করা হয়েছে ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র শহীদ সাগর শেখকে।
প্লাস্টিকের নেট দিয়ে সাগরের কবর ঘেরাও করা থাকলেও এখনও নেওয়া হয় নাই স্থায়ী কোন পদক্ষেপ। এদিকে, কবরস্থানের চারপাশে নাই কোন সীমানা প্রাচীর বা নিরাপত্তা ব্যবস্থা।
এছাড়া নিচু হওয়ায় সামান্য বৃষিতে পানি জমে কবরস্থানে। তাছাড়া কবরস্থানে ঢোকার রাস্তাটিও মাটির। এ অবস্থায় শহীদ সাগর শেখের কবরসহ অরক্ষিত কবরস্থান রক্ষনাবেক্ষন করাসহ তার পরিবারকে স্বচ্ছল করতে সমাজের বৃত্তবানসহ সরকারের সহযোগিতা কামনা করেছেন পরিবার ও স্থানীয়রা
কবরস্থানে এমন অবস্থা দেখে কালুখালীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দৈনিক রাজবাড়ী কন্ঠ পত্রিকার প্রকাশক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান কবর স্থানে ঢোকার প্রবেশ পথে একটি গেট করে দিয়েছেন।
২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাল্টে দিয়েছে দেশের প্রেক্ষাপট। কোটা আন্দোলন থেকে ক্ষমতার পালাবদল। এই আন্দোলনে নিহত হয়েছে হাজার হাজার ছাত্র-জনতা এবং আহত হয়েছে অগনিত। আর এর মাধ্যমেই স্বপ্ন ভঙ্গ হয়েছে হাজারো পরিবারের।
বিশ্ববিদ্যালয় বা কলেজ পড়ুয়া সন্তানকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে এসব পরিবার। এমনি একটি পরিবার রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়ার কৃষক মোয়াজ্জেম হোসেন। ঢাকা মীরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে পড়ূয়া একমাত্র ছেলেকে হারিয়ে নিস্তদ্ধ পরিবারটি।
জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকা মিরপুর ১০ গোল চত্বর থেকে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা মীরপুর বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর শেখ। পরদিন ২০ জুলাই তাকে তার গ্রামের বাড়ী রাজবাড়ী বালিয়াকান্দি নারুয়ার বিলটাকা পোড়া গ্রামের কবরস্থানে সমাহিত করা হয়। এক ভাই-বোনের মধ্যে সাগর ছিল বড়।
উল্লেখ্য, আন্দোলনে রাজবাড়ীর এক শিক্ষার্থীসহ তিন জন গুলিতে নিহত হয়। এদের মধ্যে কলেজছাত্র সাগর শেখ মীরপুর ১০ গোল চত্বর, বাড্ডায় হোটলকর্মী আব্দুল গণি ও সাভারে মুরগি ব্যবসায়ী কুরবান শেখ নিহত হন।
স্থানীয় এলাকাবাসীরা বলেন, সাগর আমাদের এলাকাসহ জেলার গর্ব। কিন্তু সে শুয়ে আছে অবহেলিত একটি কবরস্থানে। এই কবরস্থানের চারপাশে নাই কোন সীমানা প্রচীর। ফলে কবর গুলো অরক্ষিত। রাতে শেয়াল-কুকুর মরহেদ উঠিয়ে নিলে কিছুই করার থাকবে না।
কিছুদিন আগে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান নামে এক সমাজসেবক কবরস্থানে ঢোকার গেট করে দিলেও রাস্তা এখনও কাচা। তাছারা কবরস্থানের জায়গাও নিচু। ফলে বৃষ্টি হলেই পানি জমে যায়। শহীদ সাগরের স্মৃতি ও কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে এই কবরস্থানের ঢোকার জন্য ইটের রাস্তা, মরদেহ রাখার ঘর ও সীমানা প্রাচীর করা জরুরী। ফলে এই কবরস্থানের উন্নয়নে সমাজের বৃত্তবান বা সরকার সহযোগিতা করলে এই কাজ গুলো দ্রুত করা সম্ভব।
তারা আরও বলেন, সাগর মারা যাবার পর ওই পরিবারের সব স্বপ্ন শেষ হয়ে গেছে। সাগরের পরিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও জামায়াতে ইসলামী ছারা আর কোন সহযোগিতা পায় নাই। সাগরের ছোট একটা বোন আছে। সরকারসহ অন্যান্যরা ওর পাশে থাকলে পরিবারটি উপকৃত হবে।
নিহত কলেজছাত্র শহীদ সাগর শেখের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ ও জামায়াত ইসলামের থেকে ২ লক্ষ টাকার চেক পেয়েছেন। আমার সাগর তার জীবন বিলিয়ে দিয়েছে, কোন স্বার্থের জন্য না। এখন আমার চেয়ে নেওয়ার কিছু নাই।
সাগরের ইচ্ছা ছিল আমাকে শান্তিতে রাখবে। কিন্তু সেই আগে চলে গেল। এখন দেশবাসী কি করবে না করবে, তারাই জানে। তবে চাওয়া একটাই সাগরের জন্য সবাই দোয়া করবেন, ওহ যেন শান্তিতে থাকে।
এই কবরস্থানে আমার সাগরসহ অনেকে শুয়ে আছে। আল্লাহ আমাকে নিয়ে গেলে হয়তো আমিও এখানে থাকবো। ফলে আমি চাই এই কবরস্থান সুন্দর এবং চারপাশে সীমানা প্রাচীরের মাধ্যমে একটি মানসম্মত কবরস্থান হবে। কিছুদিন আগে বড় মনের একজন মানুষ মনির সাহেব কবরস্থানের গেট করে দিয়েছে।
তিনি আরও বলেন, আমি কৃষক মানুষ, কৃষি কাজ করে সংসার চালাতাম। তবে সাগর তার পড়াশুনার খরচ নিজেই চালাতো। পরিবারে সাগরে মা ও তার ছোট বোন রয়েছে। সে এবার এইচএসসি পরীক্ষার্থী। সবাই সাগর ও আমাদের জন্য দোয়া করবেন।
রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আহত ও নিহতদের চুড়ান্ত তালিকা করা হচ্ছে। জেলায় প্রথম পর্যায়ে ৭১ জনের তালিকার পর আবার কিছু সংযুক্ত করে সংশোধিত তালিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যে সরকারী বিভিন্ন দপ্তর সমুহের অনুদানের চেক রাজবাড়ীর ৩টি শহীদ পরিবারসহ আহতদের দেওয়া হয়েছে । প্রতিটি নিহত পরিবারের সাথে দেখা করে ছোট পরিসরে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতাও করা হয়েছে।
এখন বড় পরিসরে জেলা পরিষদের অর্থায়নে শহীদ সাগরের সমাহিত কবরস্থানের সীমানা প্রাচীর করে দেওয়ার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া শহীদ গণির পরিবারের গৃহ নির্মাণ করে দেবার পরিকল্পনা রয়েছে এবং শহীদ ৩টি পরিবারের সাহায্য অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর