
পুলিশের হাতে কামড় দিয়ে সেই পলাতক আসামি শাহনেওয়াজ আবির রাজুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৫ মার্চ) তাকে রৌমারী থানায় নেওয়া হয়।
জানা যায়, এর আগে মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ওসি মো. লুৎফর রহমান।
আসামি শাহনেওয়াজ আবির রাজু (৩০) উপজেলার জাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি এলাকার আলী আজগরের ছেলে। ওসি লুৎফর রহমান জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র্যাব-১।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে,গত ১৭ ফ্রেবুয়ারি একই গ্রামের সিদ্দিকের মেয়ে প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ করে রাজু। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে পড়ে অভিযুক্ত রাজু ও তার পরিবার। পরে বাধ্য হয়ে নিজ গ্রাম ছেড়ে ধনারচর চরের গ্রামে তার খালা শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেয় অভিযুক্ত পরিবারটি।
পরে ধর্ষিতার মা সাবিনা বাদী হয়ে রৌমারী থানায় অভিযোগ করেন। এর প্রেক্ষিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক রাজুকে আটক করে এবং হাতকড়া পড়ায়। এ সময় পুলিশ উপ পরিদর্শক (এসআই) আউয়াল হোসেনের সাথে আসামীর ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশের হাতে কামড় দিয়ে আসামী পালিয়ে যায়।
পরে রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানার অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থানে অভিযান চালায়। এসময় রাজুর মা এবং খালাতো বোন (শিরিনার মেয়ে)সহ পুলিশের ওপর হামলা করে।
পুলিশের ওপর হামলার অভিযোগে রাজুর মা আবেদা আক্তার রাজিয়া (৪৮) এবং খালাতো বোন রুনা আক্তারকে (২৩) আটক করে থানায় আনা হয়। এ সময় ওই বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি রামদা উদ্ধার করে পুলিশ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর