
চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে আওয়ামীলীগের সক্রিয় সদস্য, মাদক মামলা ও ডাকাতি প্রস্তুতির মামলার ৮ আসামি গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কনক কুমার দাস (ক্রাইম অ্যান্ড অপস্)।
গ্রেফতারকৃত আসামিরা চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা ও দামুড়হুদার মডেল থানার দায়েরকৃত মামলার আসামি। গ্রেফতারের পর আসামিদের দ্রুত সময়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সদর আওয়ামীলীগের সক্রিয় সদস্য বসুভান্ডারদহ গ্রামের রফিকুল ইসলাম (৪৫), মাদক মামলার আসামি আলমডাঙ্গা ভোগাইল বাগাদী গ্রামের সাইফুল ইসলাম (৪৭), ডাকাতি প্রস্তুতি মামলার আসামি দামুড়হুদা পুরাতন বাস্তপুর গ্রামের লাদেন বিশ্বাস (২২), একই গ্রামের আল-আছমাউল হুসনা (১৭) ও মাসুদ রানা (১৭), সুবলপুর গ্রামের সাব্বির হোসেন (১৭), রঘুনাথপুর গ্রামের আলফাজ জামান(২৫) এবং খায়রুল ইসলাম (২৫)।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর