
বগুড়ার শেরপুরের রাস্তা পারাপারের সময় ট্যাংলরীর ধাক্কায় সুজন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সে শাহবন্দেগী ইউনিয়নের কান্দিকুমড়া গ্রামের শাহেদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১টার দিকে পৌর শহরের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ধুনটমোড় এলাকায় একটি ট্রাক পার্কিং করা হয়েছিল। এতে রাস্তা সল্পতা হয়। ট্রাক পার্কিংয়ের কারণে গাড়ি দেখতে না পেয়েই সুজন রাস্তার পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে পার হচ্ছিল।
সুজনকে দেখে ট্র্যাংলরীর গতি কমালে পেছন থেকে দ্রুতগামী একটি বাস ট্র্যাংলরীকে ধাক্কা দেয়। এতে ট্র্যাংলরীর চাপায় সুজন নিহত হয়। পরে স্থানীয়রা ট্র্যাংলরীটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে সেদুর হাইওয়ে পুলিশ ইনচার্জ আজিজুল হক জানান, ট্র্যাংলরীটি আটক আছে ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর