
যশোরে পৃথক অভিযানে মুড়লীর খাঁ পাড়ার কুখ্যাত এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
তাদের কাছ থেকে ১৭শ’ ৩০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
আটককৃতরা হলেন, যশোর শহরের মুড়লী খাঁ পাড়ার রফিকুল ইসলাম ও কক্সবাজারের টেকনাফ পশ্চিম সাতঘরিয়া পাড়ার দুই ভাই মিজানুর রহমান ও ফেরদৌস আহম্মেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন জানান, বুধবার সকালে নিজ এলাকা থেকে রফিকুলকে এক হাজার পিছ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেছেন।
এছাড়া পৃথক আরেকটি অভিযানে মনিহার সিনেমা হল এলাকা থেকে ওই দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৭শ’৩০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় পৃথক আরেকটি মামলা করেছেন উপ পরিদর্শক এসআই শাহীন। তিনি আরও জানান, আটককৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের সহযোগীদের আটকের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর