
জুলাই বিপ্লবে ঢাকায় নিহত নন্দীগ্রামের শহিদ সোহেল রানার পরিবারের কাছে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপহার সামগ্রী পাঠিয়েছেন বগুড়া জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বগুড়া জেলা প্রশাসনের পক্ষ হতে এ উপহার সামগ্রী নিয়ে শহিদ সোহেল রানার পরিবারে কাছে পৌঁছে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, জুলাই বিপ্লবে শহিদ নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামে সোহেল রানার পিতার কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর