
নড়াইলের লোহাগড়ার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গরু দিয়ে গম খাওয়ানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০ জন হয়েছে। আহতদের লোহাগড়া, নড়াইল, খুলনা ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্বহাজারী গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে শাহিদ মিনা গ্রুপের সাথে আকতার ও আওয়ামী লীগ নেতা শরিফুল কাজী গ্রুপের দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল।
এর জের ধরে বৃহস্পতিবার(৬ মার্চ) সকাল ৮ টার দিকে শরিফুল কাজীর লোকজন গরু দিয়ে শাহিদ মিনার ক্ষেতের গম ও খেসারি কলাই খায়াচ্ছিল। এ খবর পেয়ে শাহিদ মিনার লোকজন ওই ক্ষেতে গিয়ে গম খাওয়াতে শরিফুল কাজীর লোকদের বাঁধা দেয়। শরিফুল কাজীর লোকজন বাধা না শুনে উভয়পক্ষ তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষে কম পক্ষে ২০ আহত হয়েছে। আহতরা হল,রুবেল মিনে,হোসেন শেখ,সাইফুল শেখ,আশকার মিনে,মনিরুল শেখ, শাহাবুল শেখ,পান্নু শেখ,যগু শেখ,শাহিদ মিনে,মিজানুর মিনে ও সাগর কাজীসহ কমপক্ষে উভয় পক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া হাসপাতালে,নড়াইল,খুলনা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাইফুল শেখের অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কোন পক্ষে কোন অভিযোগ দেয় নাই অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
শাকিল/সাএ
সর্বশেষ খবর