
একসময় বলিউডে কারিনা কাপুর ও শাহিদ কাপুরের প্রেম ছিল আলোচনার শীর্ষে। তাদের ঘনিষ্ঠতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে অনুরাগীদের পাশাপাশি পরিবারও ভেবেছিল, সম্পর্কটি পরিণতি পাবে। তবে শেষ পর্যন্ত তা হয়নি।
বহুদিন ধরে তাদের বিচ্ছেদের প্রকৃত কারণ রহস্যই ছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা নিজেই জানিয়েছেন কেন তাদের সম্পর্ক ভেঙে যায়। কারিনার মতে, শাহিদ বন্ধুর মতো ভালো ছিলেন, তবে তার ‘ইগো’ ছিল অত্যন্ত বেশি। এ কারণেই তাদের সম্পর্কে সমস্যা তৈরি হতো। সামান্য বিষয়েও ঝগড়া লাগত, আর ঝগড়া হলে শাহিদ কথা বলা বন্ধ করে দিতেন, রাতের পর রাত ফোনও করতেন না।
তবে কারিনা এটাও স্বীকার করেছেন যে, সময়ের সঙ্গে সঙ্গে শাহিদ অনেক বদলেছেন এবং হয়তো আগের মতো ইগো এখন আর নেই। উল্লেখ্য, সাইফ আলি খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর কারিনা সাধারণত শাহিদ প্রসঙ্গে মন্তব্য করা এড়িয়ে গেছেন। তবে এবার সেই নীরবতা ভেঙে প্রাক্তন প্রেমিকের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।
সূত্র: দ্য ওয়াল
সর্বশেষ খবর