
সাতক্ষীরা শ্যামনগরে দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনি খাতুন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, রিপোর্টার্স ক্লাবের সদস্য আসাদুজ্জামান ও স্থানীয় ব্যবসায়ী বৃন্দ সচেতন নাগরিক সমাজ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, রমজানের দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য ও বাজারে দ্রব্যমূল্যের তালিকা টানানোর জন্য নির্দেশনা দেন। একই সাথে ন্যায্য মূল্য পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি সমস্ত বাজার পরিদর্শন করেন। বাজারের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোক্তাদের বাজারে পণ্য তালিকা দেখে অন্য ক্রয় করার জন্য বলেন। তিনি আরো বলেন, পণ্য দ্রব্য ভোক্তা পর্যায়ে সহনশীলতা বজায় রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং এর কার্যক্রম চলমান থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর