
ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ৭শ শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার বিকেল ৫ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ও উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল গেটের সামনে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতারে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসুক। আমরা চাই ছাত্রশিবিরের মতো অন্য সংগঠনগুলোও এভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাক। আজকের গণ ইফতারের মাধ্যমে আমরা অনেক শিক্ষার্থী একসাথে ইফতার করার সুযোগ পেয়েছি। যা ইফতারের পাশাপাশি আনন্দও ভাগাভাগিরও সুযোগ করে দিয়েছে। ইসলামি ছাত্রশিবিরকে অসংখ্য ধন্যবাদ এমন উদ্যোগ নেওয়ার জন্য।’
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘ছাত্রশিবিরের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের জন্য গণ ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। আমাদের বিরুদ্ধে যে-সব অপপ্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো জবাব আমরা ভালো কাজের মাধ্যমে দিব। আমরা চাই এমন ভালো কাজগুলো অন্য সংগঠনগুলোও করুক। ’
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর