
পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার (৬ মার্চ) অধ্যাপক আরেফিন মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
এদিকে অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাকরায়েন সিদ্দিক সাংবাদিকদের বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ব্যাংক থেকে টাকা তোলা শেষে আনুমানিক দুপুর আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। পরে তাৎক্ষণিক তাকে বারডেমে আনা হয়। এখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও নিজ বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। এরপর ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর