
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী কে. এ. এইচ. এম তাহমিদ প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর- ১০৮ দশমিক ২৫। মানবিক বিভাগ থেকে রাজধানীর হলিক্রস কলেজের সাফিয়া বিনতে ওয়ারিশ প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর- ১০৬ এবং বাণিজ্য বিভাগ থেকে প্রথম হয়েছে রাজধানীর নটর ডেম কলেজের তোফায়েল ইসলাম। তার প্রাপ্ত নম্বর- ১০২ দশমিক ২৫।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ ফল প্রকাশিত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২ হাজার ৯৩৪টি আসনের আসন প্রতি লড়েন প্রায় ৪৩ জন। এ বছর মানবিকে ১ হাজার ৭০৭, বিজ্ঞান-৯৪৪ এবং ব্যবসায় শিক্ষা ২৮৩ আসন রয়েছে। বিগত বছরগুলোর ন্যায় আইবিএ এবং চারুকলা ইউনিট ব্যতীত অন্য ৩টি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা।
শাকিল/সাএ
সর্বশেষ খবর