
নাটোরের বাগাতিপাড়ায় আগুনে ৪টি পরিবারের আট ঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের চিমনাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ৮ টার দিকে ওই এলাকার খোরশেদ মণ্ডলের বাড়িতে আগুন লাগে পরে সেই আগুন পাশ্ববর্তী মিজানুর রহমান, নওশাদ মন্ডল, মুক্তার হোসেনের বাড়িতেও ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ওই ৮ ঘরে থাকা আসবাবপত্রসহ সকল জিনিসপত্র, নগদ টাকা, ১ টি গরু, ২ টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ওই পরিবারগুলোর প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর