
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার স্কুল রোডে আফাজ উদ্দিনের বসত বাড়িতে আগুনে আধাপাকা ১৪ টি টিনশেড ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাড়ির মালিক আফাজ উদ্দিন জানান, বাঘের বাজার স্কুল রোডে ১৪টি টিনশেড কক্ষ তৈরি করে নিজেরা ও থাকতেন ও স্থানীয় গার্মেন্টস শ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার বিকেল সারে ৫ টার দিকে বাড়িতে আগুন লাগার খবরে তিনি ঘটনাস্থলে আসেন। আগুনে তার ১৪ টি টিনশেড ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রা পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আগুন নিভানোর আগে শ্রমিকরা কারখানায় ডিউটিরত থাকায় আগুনে বসতঘরে থাকা খাট, টেলিভিশন, ফ্রিজসহ বসতঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, বসতবাড়িতে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর