
ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত এলাকা দিয়ে আসা দেড় কোটি টাকার বেশি ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৭ মার্চ) ভোরে সুনামগঞ্জ সদর ব্যাটালিয়নের উত্তরপশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদী থেকে আটক করা হয়। আটককৃত মালামাল গুলো হল, স্টিল বডি নৌকাসহ বিপুল পরিমাণ ভারতীয় শার্ট পিস, প্যান্ট পিস, শাড়ি,থ্রিপিস, থান কাপড় এবং সোফার কাপড়।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি জানায়, অভিযানে সুনামগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ সোয়াইব,ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)৮ জন বিজিবি সদস্য অংশগ্রহণ সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তরপশ্চিম পার্শ্বে সাহেববাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারতীয় শার্ট পিস-২৭১৮টি, প্যান্ট পিস-৪২১৬ মিটার, শাড়ী-৯০ পিস, থ্রি পিস-২৩ পিস,থান কাপড়-১৯১০.১১ মিটার এবং সোফার কাপড়-৩০০.৭৫ মিটার আটক করে, যার আনুমানিক সিজার মূল্য ১,৫৪,৩২,৮৭১ টাকা।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সীমান্তের চিহ্নিত চোরাকারবারিদের চিহ্নিত কটে আইনের আওতায় আনা হবে। আর জব্দ করা মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর