
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মা-বাবাকে কুপিয়েছে আবুল কালাম (৩৫) নামে এক মাদকাসক্ত ছেলে। ঘটনার পরপরই ছেলেকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ক্যাম্পটিলা নামক এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. তৌফিকুল ইসলাম তৌফিক। জখম হওয়া বাবা- মা, আব্দুর রহিম (৬৫) ও আমিনা বেগম (৬০) একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আবুল কালাম নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে রাতে ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবা ও মাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করেন। আহতদের চিৎকার আর্তনাদে প্রতিবেশীরা এগিয়ে এসে আবুল কালামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ তফিকুল ইসলাম তৌফিক জানান, প্রাথমিকভাবে নেশা করতে বাধা দেওয়ার কারণেই মা-বাবার সাথে আবুল কালামের দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। তদন্তের পর আসল ঘটনা উদ্ঘাটন হবে বলে তিনি জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর