
হালুয়াঘাটে পবিত্র রমজান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজার মোকাবেলা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অফিস এবং উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাসব্যাপী সুলভমূল্যের হাট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে উপজেলার জয়িতা মহিলা মার্কেটের সামনে একটি ষাঁড় গরু জবাই করে সুলভমূল্যে বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান। প্রতি শুক্র ও শনিবার একটি ষাঁড় গরু জবাই করে বিক্রয় করা হবে।
অন্যান্য দোকানে মাছ, ডিম ও সবজি বিক্রয় করা হবে। উদ্বোধনের দিন সুলভ ও ন্যায্য মূল্যের দোকানে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা ও প্রতি ডজন ডিম ১১০ টাকা দরে বিক্রি করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.মোহাম্মদ ইসহাক আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর