
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন দুর্ঘটনায় মারা যাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ-হেলাল-আজাদী স্মরণে গণ-ইফতারের আয়োজন করা হয়েছে। গণ-ইফতার কর্মসূচিতে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার (৭ মার্চ) আয়োজনকে সুশৃঙ্খল করতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছেলে এবং কদমতলা সংলগ্ন স্থানে নারী শিক্ষার্থীদের জন্য এ ইফতারের আয়োজন করা হয়। এদিন বিকাল ৪ টা থেকেই ইফতার বিতরণ শুরু হয়। ইফতার আইটেমের মধ্যে ছিল গরুর তেহারি, জুস, পানি, খেজুর, আঙুর, বেগুনি, আলুর চপ, গাজর এবং শসা।
এর আগে গণ-ইফতারে অংশগ্রহণের জন্য ক্যাম্পাসে বিভিন্ন পয়েন্টে কয়েক দিনব্যাপী রেজিস্ট্রেশন বুথ বসানো হয়। অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা ১০০ টাকার বিনিময়ে রেজিস্ট্রেশন বুথ থেকে টোকেন সংগ্রহ করেন।এদিকে ছাত্রশিবিরের গণ-ইফতার ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে।
ইফতারে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাহরিয়ার বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করে ছাত্রশিবির দারুণ একটি উদ্যোগ নিয়েছে।আমরা এই মুহূর্তে সবাই পরিবার থেকে দূরে আছি।এখানে বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব,সিনিয়র-জুনিয়ররাই আমাদের পরিবার। ছাত্রশিবিরের এই উদ্যোগের কারণে আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের এতগুলো মানুষ একসাথে ইফতার করতে পারছি।এটি আমাদের জন্য অনেক বেশি আত্মতৃপ্তির।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য সাদ কবির বলেন, ‘সকলে মিলে একসাথে ইফতার করা যেমন আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বৃদ্ধি করে তেমনি এটি ইসলামের পুরোনো ঐতিহ্য। ইসলামী ছাত্রশিবিরের লক্ষ্য সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।
এজন্য ছাত্রশিবির সর্বদা শিক্ষার্থীদের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করে থাকে। পবিত্র রমজানের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে দিতেই এই গণ-ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর