
বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নাম ব্যবহার করে ইফতার পার্টি ও ঈদ খরচের জন্য এক প্রবাসীর কাছে ৫০ হাজার টাকা দাবির অভিযোগ উঠেছে।
এ বিষয়ে সোহেলের চাচাতো ভাই কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা তানভীর আলম রিমন বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
তিনি জিডিতে উল্লেখ করেছেন, হাবীব-উন-নবী খান সোহেল একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপির যুগ্ম মহাসচিব। তিনি (রিমন) মহাস্থানগড় বাজারে অবস্থানকালে জানতে পারেন যে, গত ৬ মার্চ বিকাল পৌনে ৬টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি তার ভাই সোহেলের পরিচয় ব্যবহার করে রফিকুল ইসলাম নামে এক প্রবাসীকে ফোন দেন। ফোনে ওই ব্যক্তির কাছে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন। এতে তার ভাইয়ের সামাজিক মানমর্যাদা ক্ষুন্ন হয়েছে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক তানভীর আলম রিমন বলেন, রফিকুল ইসলাম বগুড়া শহরের মালতিনগরের বাসিন্দা। তিনি বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দের ছোট ভাই এবং সৌদি বিএনপির যুগ্ম সম্পাদক। সৌদি প্রবাসী ওই নেতা কয়েক সপ্তাহ আগে দেশে এসেছেন। বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। গত বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি রফিকুল ইসলামকে ফোনে ভিডিও কল দেন। ওপার থেকে কৌশলে কেন্দ্রীয় বিএনপি নেতা হাবীব-উন-নবী খান সোহেলের ছবি দেখান। যাতে মনে হয় সোহেল ভিডিও কলটি করেছেন। এরপরই ওই ব্যক্তি ফোন কেটে দেন। এরপর সোহেলের কণ্ঠ নকল করে ফোনে ইফতার পার্টি ও ঈদের কেনাকাটার জন্য ৫০ হাজার টাকা দাবি করেন।
এতে সন্দেহ হওয়ায় রফিকুল ইসলাম বিষয়টি বিএনপি নেতা সোহেল ও তার ভাই রিমনকে অবহিত করেন। এরপর বিএনপি নেতা সোহেলের নির্দেশে রিমন শিবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। পুলিশকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে ও দ্রুত ওই প্রতারককে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে বগুড়ার শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, জিডির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত কাজ শুরু হয়েছে।
শিগগিরই প্রতারককে শনাক্ত করে তাকে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর