
নবীগঞ্জে পুলিশের অভিযানে রোকন মিয়া (২৭) নামের এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান, এএসআই রুহুল আমীন ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর মামলার (মামলা নং ১২৭/২২ নবীগঞ্জ) ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত ও ৫ হাজার টাকা জরিমানাসহ ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত রোকন মিয়া (২৭), পিতা-আ: রহিম, সাং-নোয়াপাড়া, থানা-নবীগঞ্জ গ্রেফতার করা হয়।
অপরদিকে পলাতক আসামি আমির হোসেনকে (৩২), বাবা-মোতাব্বির মিয়া সাং- হরিধরপুর, থানা-নবীগঞ্জ, জেলা-হবিগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। পরে দুইজনকে সকালে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর