
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা কার্যক্রমের জন্য ১২টি গবেষণা প্রকল্পে ৩১ লক্ষ টাকা অনুদান পাচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২৪ জন শিক্ষক।
শুক্রবার (৭ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ বিষয়ে জানা যায়। প্রকল্পভেদে ২ লাখ টাকা থেকে সাড়ে ৩ লাখ টাকা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রতিটি প্রকল্পে একজন প্রধান গবেষক ও একজন সহকারী গবেষক রয়েছে।
এ বছর বায়োলজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড.মেহেদী হাসান রুবেল, সহযোগী অধ্যাপক ড.কাওসার হোসেন এবং সহকারী অধ্যাপক ড.পীযূষ কান্তি ঝাঁ। বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.আনোয়ার হোসাইন এবং প্রভাষক মো.ইয়াসিন মিয়া।
ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.শ্যামল কুমার পাল, অধ্যাপক ড.মো.রাকেব-উল ইসলাম, এবং সহকারী অধ্যাপক স্মৃতি চক্রবর্তী। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড.মো. সেলিম হোসাইন, সহযোগী অধ্যাপক ড.ফাহদ হোসাইন এবং সহকারী অধ্যাপক অদিতি কর এবং ফুড টেকনোলজি এন্ড নিউট্রেশন সায়েন্স বিভাগের প্রভাষক নাহিয়ান রহমান।
এছাড়া ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে ইইই বিভাগের প্রভাষক ড.এস এম সহেল রানা এবং আইসিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসাইন।
এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে অনুদান পাচ্ছে এসডিএম বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ মহিনুজ্জামান, সহযোগী অধ্যাপক ড.প্রতিমা সরকার,সহকারী অধ্যাপক ড.মো সহেল খান,প্রভাষক মো:কামরুজ্জামান তুষার, সহযোগী অধ্যাপক ড.জয়ন্ত কুমার বসাক এবং সহকারী অধ্যাপক সঞ্জয় সাহা সনেট।
এছাড়াও ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরিতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ হানিফ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন,প্রভাষক আবদুল করিম এবং প্রভাষক ফরহাদ মাহমুদ অনুদান পাচ্ছে।
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করা হয়।
প্রতিবছর বায়োলজিক্যাল সায়েন্স, মেডিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লাইড সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ও ইন্টার-ডিসিপ্লিনিারি গ্রুপসহ ৬টি গ্রুপে গবেষণা অনুদান প্রদান করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর