
বিশ্বের প্রতিটি ফুটবল ফেডারেশনের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও (বাফুফে) বড় অঙ্কের ফান্ড আসে ফিফার কাছ থেকে। কিন্তু ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর অর্থনৈতিক ‘নিষেধাজ্ঞা’ আরোপ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ফিফার এ নিষেধাজ্ঞা ছিল ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে। অর্ধযুগ পর এবার তুলে নেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা।
শুক্রবার (৭ মার্চ) এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
মূলত, বরাদ্দকৃত ফান্ডের অর্থ ব্যয়ে নির্দেশনা না মানায় বাফুফেকে বেশি কিস্তিতে অর্থ ছাড় করতো ফিফা। কিন্তু, তা প্রত্যাহার করে নেওয়ায় এখন ফিফার অনুদান স্বাভাবিক কিস্তিতে পাবে বাফুফে। পাশাপাশি উন্নয়নমূলক আরও অনেক কর্মসূচিতে ফিফার কাছে আবেদনের সুযোগও বাড়বে।
বিবৃতিতে বাফুফে জানিয়েছে, সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাফুফে। আর্থিক অনুদান অতিরিক্ত কিস্তিতে পেলেও সেটা ছিল ফেডারেশনের জন্য অসম্মানের। বিশেষ করে গত দুই বছর টালমাটাল সময় পার করেছে বাফুফে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম হোসান ও সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনে ফিফা। এ ইস্যুতে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি বড় অঙ্কের জরিমানাও করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
স্পোর্টস এর সর্বশেষ খবর