
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা জামে মসজিদের ইমাম নিয়ে দ্বন্দ্বের জেরে জাতীয় পতাকার খুঁটিতে জুতা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে একটি পক্ষ। জাতীয় পতাকার খুঁটিতে জুতা টানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে জুমার নামাজের পর কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টোরিয়া কলেজের জামে মসজিদের ইমাম রাখাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। আগের ইমাম মারুফ বিল্লাহকে অপসারণ করা হয়েছে। এ ঘটনার মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশে কথা বলেন কলেজ এলাকার স্থানীয় গণ্যমান্য লোকজন। তারা বলেন, স্থানীয়দের সঙ্গে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধ কখনও কাম্য নয়। এ সময় তারা নতুন ইমাম নিয়োগের দাবি করেন। এদিকে নামাজের পর ৮/১০ জন যুবক কলেজের প্রশাসনিক ভবনের সামনে থাকা জাতীয় পতাকার তিনটি খুঁটির মাঝেরটিতে গিয়ে বিভিন্ন অশ্লীল স্লোগান দিয়ে জুতা ঝুলিয়ে দেন। পতাকার খুঁটিতে জুতা টানানোর ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে মসজিদের অপসারিত ইমাম মারুফ বিল্লাহ বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানি না। আজ আমি মসজিদেও ছিলাম না। কলেজ প্রশাসন আমাকে অব্যাহতি দিয়েছে। আমি কলেজ থেকে চলে এসেছি। এখন কি ঘটনা, কারা করেছে, এসব বিষয়ে আমি কিছুই জানি না।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, জাতীয় পতাকার স্ট্যান্ডে জুতা উত্তোলন রাষ্ট্রদ্রোহী অপরাধ। এই কাজ কখনোই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর