
সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর পদ স্থগিত করেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ।
শনিবার (৮ মার্চ) রাত পৌনে ১ টার দিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিবা জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ‘সাংগঠনিক আচরণবিধি ভঙ্গ ও নৈতিক স্খলনজনিত কারণে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ এর সদস্য পদ স্থগিত করা হলো এবং তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’
জানা যায়, অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।
এদিকে সামজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, যেখানে একজন ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে ৫০ হাজার টাকা, সবশেষ ৩০ হাজার টাকা লেনদেন প্রসঙ্গে চুক্তি হয়, এমন কথা শোনা যায়। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছেন অপু। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে অপু বলছেন, জামানতের প্রসঙ্গে কথা হয়েছে।
এছাড়াও দীর্ঘ ওই স্ট্যাটাসে পুরো বিষয় তদন্ত করে সংগঠন তার বিরুদ্ধে যে কোন সিদ্ধান্ত নিলে তা মেনে নিতে প্রস্তুত আছেন, বলে উল্লেখ করেন তিনি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর