
“অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ দিবস পালন করা হয়।
শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরে প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল মোতালেব, গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সন্তোষ কুমার সরকার, মুক্তা আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি সিরাজ ফারজানা স্মৃতি প্রমুখ।
উপজেলা মহিলা বিষয়ক অফিসের ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রায় শতাধিক নারী অংশগ্রহণ করে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর