
চুয়াডাঙ্গার তিতুদহে ইউনিয়ন বিএনপির দু’পক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম রফিক নামের এক বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।
শনিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত রকিফুল ইসলাম রফিক চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম-সেবা) তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একজন নিহত হয়েছে বলে জেনেছি। বিস্তারিত জানতে পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সাথে আইনী প্রক্রিয়াধীন।
স্থানীয় সুত্রের খবর, টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক রফিক গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাই রফিকসহ তার সমর্থকদের উপর। এরপরই উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক নিহত হন। আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর