
ভোলায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। শনিবার (৮ মার্চ) ভোররাতে ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. কালিমুল্লাহ (৫০) মো. হাবিবউল্লাহ খোকন (৩৫) ও মো. শাকিল (৩০)। তারা ভোলা সদর উপজেলার বাসিন্দা।
সকালে বিষয়টি নিশ্চিত করেন ভোলার র্যাব-৮-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি। এর আগে, গত ৪ মার্চ সকালে ভোলা জেলা শহরের শীশমহল গলি-সংলগ্ন খালপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে, এতে গুরুতর আহত হন ভোলার স্থানীয় দৈনিক ভোলা টাইমসের সম্পাদক মো. আলী রাজিব জিন্নাহ ও সাংবাদিক বিজয় বাইন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত কালিমুল্লাহ, হাবিবুল্লাহ খোকনের সঙ্গে তাদের আরেক ভাই অলিউল্লাহর টাকা ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে ঝামেলা চলে আসছিল। পরে অলিউল্লাহ খালপাড়ের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেন। এরপর গত ৪ মার্চ সকালে কালিমুল্লাহ ও হাবিবুল্লাহ খোকন তাদের দলবল নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানটির তালা ভেঙে দোকানের ভেতরে প্রবেশের চেষ্টা করার সময় তথ্য সংগ্রহ ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে সাংবাদিক মো. আলী জিন্নাহ রাজিব ও বিজয় বাইনের ওপর অতর্কিত হামলা চালান তারা। তাদের হামলায় গুরুতর আহত হন দুই সাংবাদিক, পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতাল ভর্তি করা হয়।
পরে হামলার স্বীকার সাংবাদিকদের মধ্যে বিজয় বাইন বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে অন্তত ২৫ জনকে অজ্ঞাত আসামি করে ভোলা সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
ভোলা র্যাব-৮-এর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ভোলা সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর