
কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
সারা ৮মার্চ সকালের র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন”।
পরে নারী দিবস উপলক্ষ্যে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদ্যাপন ও নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতি বছর দিনটি পালিত হয় বিশ্বজুড়ে। নারীর উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এনজিও গুলোকে নানাবিধ উন্নয়ন প্রকল্প নিয়ে এগিয়ে আসার আহ্ববান জানান বক্তারা।
উক্ত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রাসেল দিও, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা: উম্মে হোসনে আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিম আল মোস্তাকুর, আঞ্জুমান আরা, সহকারী অধ্যাপক রৌমারী সরকারি কলেজ, আনিছুর রহমান হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার উপজেলা মহিলা বিষয়ক, মাসুদ পারভেজ জেন্ডার প্রোমোটার কিশোর-কিশোরী ক্লাব রৌমারী সহ প্রমুখ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর