
নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদারকে আওয়ামী দোসর, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাদাবাজির অভিযোগ উঠেছে।
আল আমিন তালুকদারকে বহিষ্কারের দাবি জানিয়ে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে আবেদন করেছেন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান।
গতকাল লন্ডনে জাতীয়তাবাদীদল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর কাছে সরাসরি ইমেল করেন। এছাড়া তিনি উক্ত অভিযোগের কপি অবগতির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গৌছ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা সভাপতি ও সম্পাদককে বরাবরে প্রেরণ করেন।
তিনি অভিযোগে বলেন, একজন নির্যাতিত কর্মী হিসাবে একটি বিষয় অবগতি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আমাদের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার, তার সহযোগীরা ৫ আগষ্ট রাজনৈতিক পট পরিবর্তন পর থেকে নবীগঞ্জের বিভিন্ন অফিস আদালত, বালু মহালে ও মিথ্যা মামলা সাজিয়ে চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে যাচ্ছে।
উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার আগের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ছিল। বর্তমানে সে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পরিচয়ে চাঁদাবাজি করছে।
সে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় লীলা ফুলা সামান্য আহত হয়। উক্ত ঘটনার ভিডিও পুলিশের হাতে রয়েছে এবং আমার কাছে সংরক্ষিত আছে। মোটরসাইকেল অ্যাকসিডেন্ট (দুর্ঘটনার) সংবাদ পরদিন বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছেও সেই রিপোর্ট রয়েছে।
ঘটনার তিনদিন পর আল আমিন তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসী হামলার মামলা করেন। উক্ত মামলায় নবীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি, সাবেক সভাপতি, ইউপি চেয়ারম্যানসহ অনেক সচেতন মহলের লোকজনকে আসামি করা হয়। উক্ত ঘটনায় নবীগঞ্জ এর সুশীল সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মিথ্যা সাজানো মামলা হওয়ার কারণে পুলিশ মামলাটি নথিভুক্ত করেননি। এ ঘটনার মূল কারণ হলো তার মামলা বাণিজ্য করা।
এ নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। সুশীল সমাজ ও জনতার মধ্যে এই মামলার ঘটনা নিয়ে নানা আলোচনা সমালোচনা বিরাজ করছে। ইতিমধ্যে উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদারে ছবি আওয়ামীলীগ নেতাদের সাথে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এই বিষয়টি বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশ হয়েছে। হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন তালুকদার, তার সহযোগীদের এর কথা মতো মিথ্যা মামলা না নেয়ার কারণে তাদের নেতৃত্বে ওসিসহ প্রশাসনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল নবীগঞ্জে হয়েছে এই বিষয়টি পত্র পত্রিকায় এসেছে।
এদের কারণে দলের চরম সর্বনাশ হচ্ছে। দলের মান সম্মান ও ইমেজ রক্ষার স্বার্থে এদেরকে তদন্তমূলক ভাবে দল থেকে বহিষ্কার করার জন্য দাবি জানাচ্ছি।
এভাবে চলতে থাকলে এদের কারণে দলের চরম ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনি তার অভিযোগটি তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর