
ফরিদপুরে ৫ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। ওই কিশোর শিশুটিকে বাইসাইকেলে ঘোরানোর কথা বলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার (৭ মার্চ) রাত ৮টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার বিকালে শিশুটির বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন।
শিশুটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত কিশোরকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত কিশোরও একই গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের হোটেল কর্মচারী কিশোর বাইসাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে বের হয়। ওই দিন রাত ৯টার দিকে শিশুটির বাড়ির পাশের মেহগনি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকারে লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শনিবার দুপুরে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।
শিশুটি বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আটক কিশোরকে শিশু সংশোধন কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। আসামিকে কিশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর