
ফেনীর সোনাগাজীর নবাবপুরে সড়ক দুর্ঘটনায় মনির আহাম্মদ নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৮ মার্চ) বিকেল ৫টায় উপজেলার নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ির দরজায় সড়কে হাঁটার সময় উলটো দিক থেকে আসা মোটরসাইকেল চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বীর মুক্তিযোদ্ধার ভাতিজা ব্যাংক ম্যানেজার নুরনবী জানান, নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ির দরজায় সড়কে হাঁটার সময় উলটো দিক থেকে আসা মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তি যোদ্ধা মনির আহাম্মদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখান তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মরহুম মকবুল আহাম্মদের কৃতি সন্তান।
এ ঘটনায় ফেনী জেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মোতালেব ও বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফেনী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর