
দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের সুষ্ঠু তদন্ত এবং দ্রুততম সময়ে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি মাঝরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এসময় শিক্ষার্থীরা মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার ও ধর্ষকের মৃত্যু দণ্ড দাবি করেন।
রোববার (৯ মার্চ) মধ্যরাতে ঢাবির কবি সুফিয়া কামাল হল থেকে ছাত্রীরা মিছিল নিয়ে জড়ো হন রোকেয়া হলের সামনে। সেখানে দলে দলে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হল থেকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে অন্য হলের শিক্ষার্থীরাও যোগ দেন।
মুহূর্তেই উত্তাল হয়ে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এসময় শিক্ষার্থীরা বিচ্ছিন্নভাবে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল করেন। এভাবে রাত ২টার পরপরই একে একে রাজু ভাস্কর্য ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা।
এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম (সময় বেঁধে) দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস’. ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর