
আমি মুর্শিদী গানের ভাব জগতের বাউল ক্বারী আমীর উদ্দিনকে ছাত্রজীবনে প্রথম দেখি। আমি সাংবাদিক জীবনে ক্বারী আমির উদ্দিনের সাথে কয়েকটি বাউল গান অথবা পালাগানের আসর দেখেছি কাছে বসে। তার মুর্শিদী গানগুলো এতোটা মুগ্ধতার আমি প্রায়ই ভাব জগতে ভাবি একজন সাধারণ বাউল এতো অগাধ জ্ঞানের অধিকারী কি করে হয়।
বিশেষ করে তার লেখা ও সুর করা সহস্রাধিক গানের মধ্যে একটি অন্যতম গান #কেয়ামতের আলামত আইবো রে ভাই’’---গানটি বর্তমান সময়ে অনেক মিল পাওয়া যায়। দীর্ঘ ২০ বছর ধরে আমরা তাকে বাংলার ঐতিহ্যবাহী গান বাউল জগতে মিস করছি।কারণ তিনি বর্তমানে লন্ডন প্রবাসী। অভিমানে হউক আর নিজ ইচ্ছায় হউক তিনি আমাদের মাঝে অনুপস্থিত। বাংলাদেশে তথা সিলেটের বাউল ও পালাগনের জগতে তিনি ছিলেন কিংবদন্তী। তাকে অনেকে বাউল সম্রাট বলে ডাকেন। আমি মনে করি প্রচারবিমুখ বাউল ক্বারী আমির উদ্দিন আমাদের নতুন প্রজন্মের কাছে আচার্য্যজনক একটি নাম।তার নামের সাথে জড়িয়ে বাউল ও পালাগানের অনেক কাহিনি। আমরা ছোটবেলায় ক্বারী আমির উদ্দিনের নাম শুনলে কত জায়গায় গিয়েছি এই বাউল সম্রাটকে দেখার জন্য।
বাউল গানে একমাত্র শিল্পী তিনি তার গান টিকেট ছাড়া দেখা যেতো না।ঝাঁকড়া চুলের অধিকারী বাউল আমির উদ্দিনের আমিরী গানের একশ্রেণির ভক্ত ছিলেন তারা সব সময় আমিরী চর্চা করতেন। তার গানের জন্য ছিলেন পাগল পাড়া। দেখতাম গ্রামের লোকজন দলবেঁধে চুটতেন কারী আমির উদ্দিনের পালাগানের অনুষ্ঠানে। কোথায় অডিও টেপ বা কলের গানে আমির উদ্দিনের গান যুবকেরা দল বেঁধে বসে শোনাতেন।বর্ষাকালে নদীর ধারে বা বিলের মধ্যে নৌকা নিয়ে গানের বাজনা বাঁজতো পড়ন্ত বিকালে বা রাতের আধারে। বিশেষ করে সিলেট অঞ্চলে আমিরী গানের জনপ্রিয়তা ছিলো আকাশচুম্বী। কোথাও আমির উদ্দিনের পালাগান শুনলে হাজার হাজার জনতা ভীড় হতো। তাই আমরা চাই ক্বারী আমির উদ্দিন কে আবারো বাংলার বাউল জগতে প্রত্যাবর্তন চাই। তিনি এবা দেশে এসেছিলেন নীরবে আবার চলে গেছেন নীরবে। কোথাও কোন বাউল গানের আসর করেননি।
আমি আজকে লেখাটি দেবার কারন লন্ডন তার কয়েকজন ভক্ত কারী আমির উদ্দিন কে নিয়ে স্ট্যাটাস দেবার অনুরোধের প্রেক্ষিতে আজকের লেখা। আমি বিগত কয়েকদিন তার সর্ম্পকে কিছু খুঁজ খবর নিলাম এবং তার দুটি গানের বই সংগ্রহ করি। আমার কাছে মনে হয়েছে তিনি সত্যিই বাউল সম্রাট এবং বাউল শাহ আব্দুল করিমের পর তিনিই এখন একুশে পদক পাবার যোগ্য ব্যক্তি। তার প্রতিটি গানের মধ্যে রয়েছে মানব জীবনের সব রহস্যবেদ । বাউল সম্রাট ক্বারী আমির উদ্দিন তার গানের মধ্যে বর্তমান ও অতীত সর্ম্পকে বলে গেছেন। তিনি আমাদের নবীগঞ্জের সাতাইহাল মালজোড়া গানের আসরে একটি গান করে বলেছিলেন।
“““““আমানত কিয়ানত অইবে রে ওভাই. কেয়ামতের আলামত আইবো রে ভাই--। সন্তান বেহায়াপনা মা বাপরে করিবো ঘূর্ণ গালাগালি মারপিট করিবো রে...
মা বাপের অবাধ্য হয়ে স্ত্রীর তাঁবেদার বনিবে রে....।
কেয়ামতের আলামত আইবো রে.......।
জাকাত অইবো জরিমানা আপনজন হইবো বেগানা শরম ভরম উঠিয়া যাবো রে...
গালাগালি ঝগড়া যাটি লাগিয়া থাকিবে রে....ঐ..।
যে ব্যক্তি যে কাজে যোগ্য নয় সমাজে সেই ধোকাবাজে নেতৃত্ব পাইবো রে...স্বার্থপর বেমুরদে কেলেঙ্কার লাইভ রে..ঐ ।
হিংসা নিন্দা স্বার্থপরি ধর্ম নিয়ে মারামারি ওয়াদা করে রক্ষা না করিবো রে আলিম আলিমের শত্রু লড়াই বাধিবে রে....ঐ ।
মুরুব্বি সমাজের নেতা তাদের থাকবে না যোগ্যতা তাদের কথা কেউ না শোনিবে রে সত্যবাদী মানুষ যারা তারা বিপাকে পড়িবো রে......ঐ।
এই গানটি আমি শোনে তার ভক্ত হয়েছিলাম।
ঐ গানের আসরে তার সাথে ছিলেন আরেক বাউল সম্রাট মুজিব সরকার। এছাড়া তিনি সাতাইহাল মাঠে ফোকগানের সম্রাট মমতাজ(সাবেক এমপি) সাথে পালাগান করেছেন।
আজকাল দেখছি তার কেয়ামতের আলামত গানের সবটুকুই ফলে যাচ্ছে।
আমি আরেকটি গান শোনে ছিলাম মৌলভি বাজারে সাধুহাটি মালজোড়া গানের আসরে তিনি বলেছিলেন....আল্লা ছায়া মসজিদ বানিয়েছে....নদীর পাড়ে মসজিদ হলে ভেঙ্গে নেয় কি কারণ....
এস গানের মাঝে অনেক রহস্য রয়েছে যা ভাব জগতে ভাবলে সবই পাওয়া যায়। ঐ গানের আসরে মুজিব সরকার তার কাছে কি ভাবে নাজেহাল পড়েছিলেন সেটা স্বচক্ষে দেখেছিলাম। পালাগানে তার খুবই বুদ্ধিদ্বীপ্ত কৌশল ছিলো।
তিনি ছিলেন উপস্থিত বুদ্ধি সম্পন্ন বাউল সম্রাট। পালাগানে দেখেছি মমতাজ আপাকে শেষ রাতে আর ক্বারী আমিরের কাছে অঘোষিত ভাবে আত্বসর্ম্পন করতে ।নবীগঞ্জের আরেকটি আসরে দেখলাম আলম সরকার কে অসহায় হতে। তিনি ছিলেন পালাগানের রাজা। তিনি লন্ডন চলে যাবার পরে সিলেট বিভাগে এক পর্যায়ে পালাগান এখন বলতে গেলে বিলুপ্ত। আমির -মুজিব এর পালাগানে মানুষ টিকেট দিয়ে প্রবেশ করতেন। ক্বারী আমির উদ্দিন যেখানেই পালাগানে যেতেন সেখানেই হাজার হাজার শ্রোতা ভক্ত টিকেট করে পালাগান দেখতেন। এখন আর কেউ টিকেট দিয়ে বাউলদের পালাগান দেখে না।
জীবন্ত কিংবদন্তী সুর সম্রাট বাউল ক্বারী আমির উদ্দিন বাংলাদেশের বাউল সম্রাট বলা কোন বাড়াবাড়ি নয়। । বর্তমান সময়ের শ্রেষ্ঠ বাউলদের
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর