
মাধবদীতে ২৮ বছর বয়সি ৭ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে তিনদিন আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকালে ইকবাল নামে একজনকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।
গত ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি ওই গৃহবধূকে মাধবদী থানাধীন পাচদোনা মোড়ে অবস্থিত ইসলামী ব্যাংকের পাশে ৭ তলা বিল্ডিংয়ের ২য় তলার একটি রুমে আটকে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী অন্তঃসত্ত্বা। পরে শুক্রবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানা পুলিশ।
জানা যায়, ভুক্তভোগী নারী মাধবদী থানাধীন মোহাম্মদ আলীর বাড়ির ভাড়াটিয়া আর আটককৃত ইকবাল পাচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে।
মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই ভিকটিম শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানায় তার স্বামীকে জেল থেকে বের করার নামে উকিল সেজে ইকবাল নামে এক ব্যক্তি তাকে বিভিন্ন লোভ দেখিয়ে চারজন মিলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে তিন দিন আটক রেখে ওই বিল্ডিংয়ে এনে পালাক্রমে ধর্ষণ করে। পরে পুলিশ শুক্রবার রাতে আটক রাখা স্থান পরিদর্শন করেন।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় ভিকটিম বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে এবং তিনজন অজ্ঞাত দিয়ে মামলা দায়ের করে। পরে ১নং আসামি ইকবালকে আটক করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর