
সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ।
রবিবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘাটাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দেন এবং পৌর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন।
নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজের আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রকিবুল ইসলাম, শাকিব, মোঃ অনিক হোসেন, মোঃ সাব্বির ইসলাম সিয়াম, মোঃ আতিকুল ইসলাম আতিক, মোঃ সোহাগ চৌধুরী, দেওয়ান সাইফুল ইসলাম, সুলতান, ফিরোজ আহমেদ, আসাদ, সুলতান খান প্রমুখ।
বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, যা সামাজিক নিরাপত্তার জন্য হুমকি। এসব অপরাধ দমনে সরকারকে আরও কঠোর হতে হবে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান এবং সকলকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর