
দেশব্যাপী নারী সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার (৯ মার্চ) দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পুবালি চত্বরে এই কর্মসূচি পালন করেন।
এতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউন হল হয়ে পুলিশ লাইন রোডে বিক্ষোভ মিছিল বের করে।
এর আগে পুবালী চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, সারাদেশে অব্যাহত নারী সহিংসতা, খুন ধর্ষণ ও নিপীড়ন বন্ধসহ অপরাধীদের প্রকাশ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানান।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর