
সাতক্ষীরার তালায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে আবু সাইদ সরদার নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।
রবিবার (৯ মার্চ) দুপুরে তালার মাগুরা বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তালা থানা পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা।
শনিবার রাতে দীপ্ত নামে এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করা হয়। আটক সাইদ সরদার উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের মাহফুজ সরদারের ছেলে।
তালা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুক হোসেন জানান, সাইদ এলাকার চিহ্নিত চোর, ছিনতাইকারী ও চাঁদাবাজ। স্বৈরাচার সরকারের আমলে আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় সে সংখ্যালঘু পরিবারে চুরি ও চাঁদাবাজি করতো। তার অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। সরকারি দলের নাম ভাঙিয়ে এলাকায় চলাফেরার কারণে প্রশাসনও তাকে আটক করতে সাহস পেত না।
ফারুক আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পরে সে ভোল পাল্টে রাতারাতি হয়ে যায় বিএনপি’র নেতা। এখন বিএনপির নাম ভাঙিয়ে হিন্দু অধ্যশিত এলাকায় পূর্বের ন্যায় ছিনতাই ও চাঁদাবাজি শুরু করে।
শনিবার রাতে আবু সাইদ মাগুরা গ্রামের দীপ্তর কাছ থেকে ৪০ হাজার টাকা ও মোবাইল ছিনতাই করে। এ ঘটনা জানতে পেরে বিএনপি নেতাদের নির্দেশে স্থানীয় বিএনপি নেতা ও জনতার সহযোগতায় তাকে আটক করে জুতার মালা পরিয়ে পুলিশে দেয়া হয়।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে অভিযুক্ত আবু সাইদ কে আটক করে থানায় আনা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর