
গাজীপুরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক মো. মোজাহিদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী এবং সঞ্চালনা করেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএন নিউজের প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম, গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি আমজাদ খান, বাংলাদেশ প্রেসক্লাবের নেতা মুসা খান, ডি বিসি নিউজের সাংবাদিক মাহমুদা সিকদার, দৈনিক স্বাধীন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান, মিঠু সিদ্দিকীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এসময় গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম মাসুম বলেন, সাংবাদিকরা সরকারের দুর্নীতি প্রকাশ করলে সেখানে নির্যাতিত হয়, রাজনৈতিক দলের দুর্নীতি প্রকাশ করলে সেখানেও নির্যাতিত হয়।
তিনি বলেন, শ্রীপুর থানার সামনে প্রকাশ্যে চাঁদাবাজরা একজন সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে মিছিল করে, থানার ওসি নীরব ভূমিকা রেখেছে, আমরা অবিলম্বে ওসির প্রত্যাহার চাচ্ছি,এবং দোষীদের ২৪ ঘণ্টার ভিতরে গ্রেপ্তার না করলে, জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনের মাধ্যমে সারাদেশে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড. এ কে এম রিপন আনসারী বলেন, "সাংবাদিকদের হুমকি দেওয়া মানে গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।"
গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন বলেন, "সাংবাদিকরা জাতির দর্পণ। এটি কেবল একজন সাংবাদিকের ওপর হুমকি নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবে।"
প্রসঙ্গত, গত ৪ মার্চ রাতে শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোটার হালনাগাদের কাজে অনিয়ম, হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ ওঠে কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।
এ ঘটনায় ৬ মার্চ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই সাংবাদিক মোজাহিদ-কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর