
চুয়াডাঙ্গায় টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপি নেতা রফিকুল ইসলামকে (৪৮) কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তির দায়ের করা মামলায় রবিবার (৯ মার্চ) পৃথকভাবে তিনটি স্থান থেকে এদের গ্রেফতার করা হয়। এসময় হত্যার কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল ও তিনটি হাসুয়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার হুলিয়ামারী গ্রামের মৃত শরিফ উদ্দিনের ছেলে তসলিমুজ্জামান সাগর মেম্বার (৪৩), গিরিসনগর গ্রামের আব্দুল খালেক ত্রিপুরার ছেলে বিল্লাল হোসেন মোল্লা (৫০) ও একই গ্রামের মৃত সাহেব আলীর ছেলে আছের উদ্দিন মান্দার (৪২)।
প্রসঙ্গত, শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার তিতুদহ গ্রামে টিসিবি ও ভিজিএফ ভাগাভাগিকে কেন্দ্র করে বিএনপির দুটি পক্ষের মধ্যে মারামারি হয়।
এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। এ ঘটনায় রবিবার সকালে নিহতের স্ত্রী নাহিদা খাতুন মুক্তির বাদী হয়ে দর্শনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর