
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও গাজার শাসকগোষ্ঠী হামাসের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রকাশ করেছেন ফিলিস্তিনি সাংবাদিক তামের আলমিশাল। তিনি জানান, গত সপ্তাহে কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল ও হামাস সদস্যদের মধ্যে চারটি সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা একজন জীবিত মার্কিন সেনা ও চারটি মৃতদেহ হস্তান্তরের জন্য একটি আলাদা (আংশিক) চুক্তির অনুরোধ করেন। হামাস এই আংশিক চুক্তিতে সম্মত হয় এবং এর বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দির মুক্তি দাবি করে। এ চুক্তির আওতায় মার্কিন কর্মকর্তারা ২৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হন, যাদের মধ্যে ১০০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং বাকিরা দীর্ঘমেয়াদে দণ্ডপ্রাপ্ত। খবর মেহের নিউজের।
এদিকে, ইসরায়েল এই যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের তালিকা থেকে ৫০ জনের নাম বাতিল করার অধিকার চায়। তবে হামাস সর্বোচ্চ ১০ জনের বিষয়ে আপত্তি গ্রহণের শর্ত দেয়।
পরে চতুর্থ বৈঠকে ওয়াশিংটন এর অবস্থান থেকে সরে আসে। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বন্দিদের মুক্তি কোনোরকম বিনিময় ছাড়াই চান। এর ফলে বৈঠকটি চূড়ান্ত কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এসব তথ্য অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য ক্র্যাডল’ আল-জাজিরার সাংবাদিক তামের আলমিশালকে উদ্ধৃত করে প্রকাশ করেছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর