
বগুড়ায় পুলিশের পোশাক পরে চাঁদাবাজি করায় এক ভুয়া এসআইকে আটক করা হয়েছে। রোববার (৯ মার্চ) দুপুরে নারুলী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ব্যক্তির নাম জাকারিয়া সরকার। তিনি গাইবান্ধার জেলার পলাশবাড়ির প্রজাপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, আটক জাকারিয়া শহরের নারুলী পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত পরিচয় দিয়ে নারুলী উত্তরপাড়া এলাকায় ভাড়া থাকতেন। সে দীর্ঘদিন ধরে নারুলীসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশের নামে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছিলেন। বিষয়টি পুলিশের নজরে আসলে তদন্ত করে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে পুলিশের বুটসহ পুরো ইউনিফর্ম পাওয়া গেছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার দায়েরের প্রক্রিয়া চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর