
সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) বেলা ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্যে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ফিল্ম ও মিডিয়া বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনিলা সুজানা বলেন, 'আমাদের যাতে প্রতিদিন নিউজ ফিডে না দেখতে হয় যে এ ধর্ষণ হয়েছে, সে ধর্ষণ হয়েছে। আমরা বার বার এসব নিউজ দেখতে চাইনা, আমরা দেখতে চাই যে ধর্ষকদের শাস্তি হয়েছে। '
বিক্ষোভে ‘ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, আমরা সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই ধর্ষকের ফাঁসি চাই’ সহ একাধিক স্লোগান দেয়ার পর বিক্ষোভকারীরা বলেন, ‘মা-বোনদের নিরাপত্তার জন্য বারবার যাতে আমাদের রাস্তায় নেমে আসতে না হয় সেই আহ্বান জানিয়ে আমরা প্রশাসনকে কঠোরভাবে জানিয়ে দিতে চাই আপনারা এই ধর্ষকদের জনসমক্ষে এনে ফাঁসির রায় কার্যকর করুন।’
মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থী রিয়াদ বলেন, 'যে সব রেপিস্টদের এখন পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে ১০ দিনের মধ্যেই যাতে তাদের ফাঁসির রায় কার্যকর করা হয়, আমরা সেই দাবি নিয়ে আজ এখানে দাঁড়িয়েছি। আমাদের এই দাবির সাথে নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একাত্মতা প্রকাশ করেছে।'
প্রসঙ্গত, সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে রবিবার মধ্যরাত থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে আসছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর