
সারাদেশে ধর্ষণ ও নিপীড়নের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে হয়ে ক্যাম্পাসে ফিরে।
এসময় শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন পথচারীরা। রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এসময় ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও।
মিছিলে শিক্ষার্থীরা 'ধর্ষকের শাস্তি, মৃত্যু মৃত্যু', 'তুমি কে আমি কে আছিয়া আছিয়া', 'জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস', 'আমার বোনের কান্না, আর না আর নাসহ নানা স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, সামাজিকভাবে নারীদের যে হেয় করা হয় তার প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। সারাদেশে অব্যাহত ধর্ষণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে পারলে আর কেউ ধর্ষণ বা এরকম অপরাধ করার সাহস পাবে না। আমরা ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করার দাবি জানাই।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী তামান্না বলেন, নারীরা আজ কোথাও নিরাপদ না। না ঘরে না বাইরে। কোথাও শান্তি নাই। সব জায়গাতেই মানুষ রুপী পশুদের রাজত্ব। ফেসবুক মিডিয়া খুললেই শুধু ধর্ষণ। প্রকাশ্য মৃত্যু শাস্তি নীতি চালু করলে এই ভাইরাস কমবে। ধর্ষণ এখন সংক্রমণ রোগের মতো রূপ নিয়েছে।
আরেক শিক্ষার্থী ফয়জুন তানহা বলেন, আইনের প্রয়োগ না থাকায় দেশে অহরহ ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সেই সাথে ধর্মীয় শাসনও নিশ্চিত করা জরুরি। ধর্ষকের একমাত্র শাস্তি হওয়া প্রয়োজন মৃত্যু।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর