
রমজানের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও যানবাহন চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হবে। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে ভবঘুরে ও উদ্বাস্তু উচ্ছেদে অভিযান চালানো হবে।
রোববার (৯ মার্চ) ঢাবির প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ব্রিফিংয়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
তিনি বলেন, বইমেলার জন্য যান চলাচল কিছুটা শিথিল করা হয়েছিল। এখন রমযান মাসের কারণেও কিছুটা শিথিল রয়েছে, রমজান শেষ হলে আবার আগের মত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে এ নিয়ে সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের কথাও হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের ভিড় কমাতে গত ১৩ ডিসেম্বর ক্যাম্পাসে যানবাহন ও বহিরাগতদের চলাচল সীমিত করতে সাতটি প্রবেশপথে ব্যারিকেড দেয় কর্তৃপক্ষ।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোয় বিকেল ৩টা থেকে রাত ১০টা এবং অন্যান্য দিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ও জরুরি সেবা ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ ঠেকানোর নির্দেশনা দেওয়া হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর