
নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার পরোয়ানায় পলাতক ২ জন আসামি গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) পুলিশ তাদেরকে শ্রীমতপুর, মিনাজপুর এলাকা থেকে গ্রেফতার করে।
গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন পিপিএম এর নেতৃত্বে এএসআই সিদ্দিকুর রহমান, রুহুল আমীন, হিল্লোল তালুকদার, ছানোয়ার হোসেন, সুমন্ত কুমার নাথ ও সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর (৭১/২০২৪), জিআর-৯৭/২০২৪ মামলার পলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মিনাজপুর গ্রামের মৃত কাঁচা মিয়ার পুত্র মো. বাবরো মিয়া ওরফে বাবুল মিয়া (২৯) এবং শ্রীমতপুর গ্রামের মৃত ইয়াকুত মিয়ার পুত্র মো. খালেদ মিয়া (২৫)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর