
গাজীপুরের টঙ্গীর হিমারদীঘি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ আপন দুই বোনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৮ মার্চ) বিকেলে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আখাউড়া দরুইন এলাকার বাছির মিয়ার স্ত্রী মিনারা আক্তার (৩০) এবং আলমগীর হোসেনের স্ত্রী রুনা আক্তার।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে টঙ্গী পূর্ব থানাধীন হিমারদিঘী আমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নারী মাদক চোরাকারবারি আপন দুই বোন মিনারা আক্তার ও রুনা আক্তারকে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল মিয়া বাদী হয়ে টঙ্গীপূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর