
ময়মনসিংহে জাতীয় গোয়েন্দা সংস্থার (এন এস আই) তথ্যের ভিত্তিতে ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়ে মালিককে জরিমানা করা হয়েছে। রবিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া এলাকায় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে উৎপাদিত মানহীন ভেজাল সেমাই কারখানায় জাতীয় গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা প্রশাসন বিএসটিআই ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মানহীন ভেজাল সেমাই উৎপাদন করায় কারখানার মালিক মো: আরিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
এসময় কারখানার ভেজাল সেমাই এর প্যাকেটগুলো আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) ময়মনসিংহ জানায়, অবৈধ নকল ভেজাল উৎপাদন নিরুৎসাহিত করা এবং এ ধরনের বেআইনি কাজে লিপ্তদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এসব কাজ থেকে বিরত রাখতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর